সনির ডিএসএলআর ফোনের নতুন চমক
ছবি তোলার জন্য আর লাগবে
না ডিএসএলআর ক্যামেরা। স্মার্টফোনেই তোলা যাবে ভালো মানের ছবি। এমনই একটি
ফোন আনছে সনি। এক্সপেরিয়া সিরিজের এই ফোনের মডেল এক্সজেড থ্রি। সম্প্রতি
এই ফোনটির তথ্য ও ছবি অনলাইনে ফাঁস হয়েছে।
ফাঁস হওয়া তথ্য মতে সনির নতুন ফোনে থাকছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা। যা কি না ডিএসএলআর ক্যামেরাকেও হার মানাবে।
মাইস্মার্টপ্রাইজ নামের একটি পোর্টাল বলছে, সনি এক্সপেরিয়া এক্সজেড থ্রি সিলভার কালারে বাজারে আসবে।
ফোনটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ
থাকছে। এই ক্যামেরায় হাইব্রিড অটোফোকাস সেন্সর থাকবে। বিশেষ ফিচার হিসেবে
এই ফোনের ক্যামেরায় রয়েছে ডুয়েল টোন এলইডি ফ্লাশ এবং এনএফসি অ্যান্টেনা।
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত নতুন সনির
ফোনে ৩০৬০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি সংযোজিত হবে। ফোনটি পরিচালনার
জন্য ব্যবহৃত হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট, ৬ জিবি র্যাম এবং
১২৮ জিবি রম। এর ডিসপ্লে হবে ৫.৭ ইঞ্চির ফুল এইচডি। ডিসপ্লের অ্যাসপেক্ট
রেশিও ১৮:৯।
এই মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতে ফোনটি বাজারে আসার কথা রয়েছে। তবে এর দাম সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।
No comments:
Post a Comment