Monday, August 27, 2018

আসছে  জালনোট  শনাক্তকরণ  অ্যাপ

 

আসল নোট ও জাল নোটের মধ্যে পার্থক্য শনাক্তকরণে দেশে কার্যরত ব্যাংকগুলোর প্রতি শাখায় 'আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়ে সচিত্র ও ভিডিও প্রদর্শনীর পর এবার আসছে স্মার্টফোনে অ্যাপের মাধ্যমে জালনোট শনাক্তের ব্যবস্থা। ইন্টারনেট সংযোগ ছাড়াই জাল নোট শনাক্ত করা যাবে এ অ্যাপের মাধ্যমে।

আগামী তিনমাসের মধ্যে অ্যাপটি সবার জন্যে উন্মুক্ত করা হতে পারে। এ নিয়ে কাজ করে যাচ্ছেন সংশ্লিষ্ট বিভাগের আইটি বিশেষজ্ঞরা।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, টাকার সব বৈশিষ্ট্য অ্যাপের ডাটাবেজে সংরক্ষিত থাকবে। গ্রাহকের নোটের ছবি ও অন্যান্য ইনপুটের উপর ভিত্তি করে যথাযথ নির্দেশনা এবং ইমেজ প্রসেসিং অ্যালগরিদম প্রয়োগের মাধ্যমে সংশ্লিষ্ট নোটটি জাল কিনা সে ফলাফল দেখা যাবে।

অ্যাপটির মাধ্যমে অতি দ্রুত সময়ে যেকোনো জায়গা থেকে টাকা শনাক্ত করা সম্ভব হবে। অ্যাপটি জাল টাকার বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখবে।

No comments:

Post a Comment

পেট থেকে গ্যাস দূর করার সহজ কয়েকটি উপায় জেনে নিন তেলাক্ত জিনিস সবাই পছন্দ করি,সবারই পছন্দ একটু ভাজাপোড়া অথবা দাওয়াত , পার্টিতে মস...